সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক আমিরাত।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে আগের ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দল এনেছে ৩টি পরিবর্তন। একাদশে ফিরেছেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ দল আজ মাঠে নেমেছে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম ও নাহিদ রানা। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ এবং শেখ মেহেদী হাসান।
অন্যদিকে, আমিরাত দলও এনেছে দুইটি পরিবর্তন। মোহাম্মদ জাওয়াদউল্লাহ ও আরিয়ানশ শর্মার বদলে দলে এসেছেন আকিফ রাজা ও ইথান ডি'সুজা।
আগের ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছে আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম রয়েছেন দুর্দান্ত ছন্দে, টাইগার বোলারদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন তিনি। সিরিজ জয়ের লক্ষ্যে তিনিও নিশ্চয়ই থাকবেন আরও একবার আগ্রাসী মেজাজে।
একনজরে দুই দলের একাদশ
সংযুক্ত আরব আমিরাত: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, হায়দার আলী, মতিউল্লাহ, সগির খান, আকিফ রাজা, ইথান ডি'সুজা।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
আপনার মতামত লিখুন :