ঢাকা শুক্রবার, ৩০ মে, ২০২৫

ঋষভ পন্তের এক রানের দাম প্রায় ১৫ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৭:৪৯ পিএম
ঋষভ পন্ত। ছবি- সংগৃহীত

বেঙ্গালুরুর বিপক্ষে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের মান কিছুটা রক্ষা করলেও এবারের আইপিএলে ঋষভ পন্তের পারফরম্যান্স ছিল তাঁর রেকর্ড দর ও তারকাখ্যাতির সঙ্গে বেমানান। 

প্লে-অফের দৌড় থেকে লখনৌ সুপারজায়ান্টস ছিটকে যাওয়ায় পন্তের সেঞ্চুরিও শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে বিক্রি হয়ে পন্ত এবারের আসরে পা রেখেছিলেন। কিন্তু ১৩ ইনিংসে তাঁর মোট রান মাত্র ২৬৯, যা তাঁর দাম এবং সামর্থ্যের তুলনায় যথেষ্ট নয়। 

পরিসংখ্যান বলছে, পন্তের প্রতিটি রানের জন্য লখনৌ ফ্র্যাঞ্চাইজিকে খরচ করতে হয়েছে প্রায় ১০ লাখ ৩ হাজার ৭১৭ রুপি। অর্থাৎ পন্তের এক রানের দাম বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১৪ লাখ ৭৪ হাজার টাকা।

যদিও বেঙ্গালুরুর বিপক্ষে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন, এটি তাঁর এবারের আইপিএলের দ্বিতীয় উল্লেখযোগ্য স্কোর। এর আগে তিনি ৬৩ রানের একটি ইনিংস খেলেছিলেন। 

দুটি ইনিংস বাদ দিলে বাকি ১১ ইনিংসে পন্তের ব্যাট থেকে এসেছে মাত্র ৮৮ রান, যা তাঁর ছন্দহীনতার স্পষ্ট প্রমাণ। অধিনায়কত্বের চাপ এবং রেকর্ড দামের বোঝাই হয়তো পন্তকে সেরাটা দিতে ‘বাধা’ দিয়েছে।

পন্তের দল লখনৌ সুপারজায়ান্টসও এবারের টুর্নামেন্টে শেষ চারে উঠতে পারেনি। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে তাদের অভিযান শেষ হয়েছে।

বেঙ্গালুরুর বিপক্ষে শেষ ম্যাচে ২২৭ রান করেও ৬ উইকেটে হেরেছে লখনৌ। ম্যাচ শেষে মন্থর ওভার রেটের কারণে পন্তকে ৩০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। 

সব মিলিয়ে সেঞ্চুরি করেও পন্তের এবারের আইপিএল শেষ হয়েছে হতাশা নিয়ে।