ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

ট্রেনের নিচে মাথা দিয়ে বৃদ্ধের আত্মহত্যা  

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১২:৫০ পিএম
আক্কেলপুর রেলস্টেশন। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নিচে মাথা দিয়ে আফজাল হোসেন (৬৭) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।  

রোববার (২৫ মে) সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা আপ সীমান্ত আন্তঃনগর ট্রেনে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠে জামতলী নামক স্থানে ওই ঘটনাটি ঘটে।

আফজাল হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলহাট গ্রামের নায়েব আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে রেললাইনের ওপর দিয়ে হেঁটে মাঠের দিকে যাচ্ছিলেন। এরপর তিনি জামতলী নামক স্থানে কিছু সময় অপেক্ষা করেন। এরপর ট্রেন আসার সময় আশপাশে কোনো লোকজন না থাকায় ট্রেনের পেছনের বগিতে রেল লাইনে মাথা দেওয়ার সময় পাদানির সাথে ধাক্কা লেগে মাথা থেঁতলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এ সময় তার পরনে  ছিল লুঙ্গি, পাঞ্জাবি ও গামছা আর পায়ে জুতা।   

প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, সকাল বেলা আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই লোক হেঁটে যাচ্ছিল। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আসছিল সেই ট্রেনেই ঝাপ দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তখন লোকজন থাকায় তিনি আত্মহত্যা করতে পারেননি। 

তিনি আরও বলেন, এরপর উনি আর একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। ওই সময় আশপাশে কোনো লোকজন ছিল না। এরপর সীমান্ত আন্তঃনগর ট্রেন আসলে সে চলন্ত ট্রেনের নিচে মাথা দিতে গিয়ে পাদানির সাথে ধাক্কা লেগে মাথা থেঁতলে মারা যান। 

 আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, সীমান্ত ট্রেনের এক চালক আমাকে জানিয়েছেন, রেলস্টেশনের দক্ষিণে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। তিনি ট্রেনের একদম পেছনের বগিতে মাথা দিতে গিয়ে ধাক্কা লাগে। পরে শুনি ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় খবর দেওয়া হয়েছে।