শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পর টানা তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
ব্যাট হাতে শুরতেই তাণ্ডব দেখান পারভেজ হোসেন ইমন। দলীয় ৪.৫ বলে ৪৬ রানের মাথায় তামিমের উইকেটের হারায় বাংলাদেশ।
তামিম ফিরলে ব্যাট হাতে মাঠে নামেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। দলীয় ৬৫ রানের মাথায় ব্যক্তিগত ১১ বলে ৬ রান করে সাজঘরের পথ ধরেন লিটন।
লিটন ফেরার ৪ বল পর আবার উইকেট হারায় বাংলাদেশ। ৬৭ রানের মাথায় বড় শর্ট খেলতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন পারভেজ হোসেন ইমন। আউট হওয়ার আগে ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন ইমন।
এই প্রতিবেদন লেখা পর্য়ন্ত বাংলাদেশের সংগ্রহ ১১.২ বল শেষে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান। ৯ বলে ৭ রানে খেলছেন তাওহিদ হৃদয় ও ৯ বলে ১১ রানে ব্যাট করছেন নাঈম শেখ।
বল হাতে লঙ্কানদের হয়ে ১টি করে উইকেট তুলে নেন, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা ও নুয়ান থুসারা।
এদিকে আজকের ম্যাচের আগে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বারের মুখোমুখি সাক্ষাতে বাংলাদেশের ৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ১১টি।
আপনার মতামত লিখুন :