শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:৪৮ পিএম

ছেলের নতুন ইনিংসে সাফল্যের জন্য শচীনের বিশেষ পূজা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:৪৮ পিএম

ছেলের বিবাহিত জীবনে সুখের জন্য বিশেষ পূজা করছেন শচীন ও অঞ্জলি টেন্ডুলকার। ছবি - সংগৃহীত

ছেলের বিবাহিত জীবনে সুখের জন্য বিশেষ পূজা করছেন শচীন ও অঞ্জলি টেন্ডুলকার। ছবি - সংগৃহীত

ক্রিকেট দুনিয়ার ‘গড অব ক্রিকেট’ খ্যাত শচীন টেন্ডুলকারের ঘরে বাজছে আনন্দের ঢাক। ছেলে অর্জুন টেন্ডুলকারের জীবনের নতুন ইনিংস শুরুর আগে আশীর্বাদের রান তুলতে নিজ বাসভবনেই করলেন বিশেষ পূজা। আর সেই পূজায় উপস্থিত ছিলেন টেন্ডুলকার পরিবারের সব সদস্য—স্ত্রী অঞ্জলি, কন্যা সারা, এমনকি হবু পুত্রবধূ সানিয়া চাঁদকও।

বুধবার একান্ত ব্যক্তিগত আয়োজনে বাগদান সারেন অর্জুন টেন্ডুলকার ও সানিয়া। পূজার সময় সানিয়াকে সারার সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়, যা পরে সারা শেয়ার করে লেখেন, ‘আমার সারা জীবনের বন্ধু’। ক্যাপশন দেখেই বোঝা গেল, দুই তরুণীর মধ্যে ইতোমধ্যেই গড়ে উঠেছে দারুণ বোঝাপড়া।

সানিয়া মুম্বাইয়ের এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি, যদিও রবি ঘাই ও সানিয়ার বাবা গৌরব ঘাইয়ের সম্পর্ক নিয়ে কানাঘুষা আছে। পড়াশোনা শেষ করেছেন ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে। ২০২০ সালে দেশে ফিরে শুরু করেন ‘মি. পজ পেট স্পা অ্যান্ড স্টোর’ নামে পোষা প্রাণী পরিচর্যার ব্যবসা, যা এখনও খুব লাভজনক না হলেও প্রাণীপ্রেমী সানিয়ার কাছে সেটাই সবচেয়ে বড় তৃপ্তি।

ছবি: সংগৃহীত

অর্জুনের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০২০-২১ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া টি-২০ দিয়ে। পরে সিনিয়র দলে সুযোগ না পেয়ে ২০২২-২৩ মৌসুমে পাড়ি জমান গোয়ায়, যেখানে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক করেন। ১৭টি লাল বলের ম্যাচে করেছেন ৫৩২ রান, নিয়েছেন ৩৭ উইকেট। মাঠে এখনও বড় সাফল্য না এলেও জীবনের ব্যাট হাতে এখন তিনি বিয়ের ইনিংসে নামতে প্রস্তুত, আর বাবা শচীনও চাইছেন পূজার শক্তিতে ছেলের জীবনে নামুক কেবল সুখ আর সমৃদ্ধি।

রূপালী বাংলাদেশ

Link copied!