আর মাত্র কদিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এবারের আসরে বাংলাদেশ দল পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে। প্রথম পর্বে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
খেলা দেখতে সমর্থকদের গুনতে হবে বড় অঙ্কের টাকা, যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০৬৮ টাকা।
আগামী ১৩ সেপ্টেম্বর লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর তিন দিন পর, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে।
দুটি ম্যাচই আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই গ্রুপে বাংলাদেশের লড়াইটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।
মাঠে বসে খেলা দেখতে চাইলে সমর্থকদের পকেট থেকে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। নর্থস্ট্যান্ডের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০৬৮ টাকা (১৭ ডলার)। সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৩৪৪৭ টাকা।
তবে সবচেয়ে ব্যয়বহুল টিকিট হলো ভিআইপি স্যুট, যার মূল্য ৬৮,৯৩০ টাকা (৫৬৬.৭৬ ডলার)। এই টিকিটে একসঙ্গে চারজন খেলা উপভোগ করতে পারবেন।
টিকিট কেনা যাবে অনলাইনে abu-dhabi.platinumlist.net ওয়েবসাইট থেকে।
এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যা গত আসরের চেয়ে দুটি বেশি। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে:
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন