টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস এবং কোচিং স্টাফের অধীনে কঠোর অনুশীলনের কারণে আসন্ন এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ দল।
সেরা প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছেন দলের পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, অতীতের ভুলগুলো শুধরে টাইগাররা এখন অনেক বেশি পরিণত।
মিরপুরের মন্থর উইকেটের পরিবর্তে সিলেটে রানের উইকেট তৈরি করে নিজেদের মধ্যে এবং এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলে টাইগাররা। এশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কোচ এবং মনোবিদসহ পূর্ণাঙ্গ কোচিং স্টাফের অধীনে ঘাম ঝরানো অনুশীলন করেছে দল।
তাসকিন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট এবং বিসিবি ক্রিকেটারদের উন্নতির জন্য যথেষ্ট সহায়তা করছে। তিনি আরও যোগ করেন, ‘টিম গেম হলেও প্রস্তুতি আর উন্নতি নিয়ে কিন্তু আলাদাভাবে যে যার জায়গা থেকে কাজ করতে হয়। কারণ সবার ভূমিকা আলাদা। এই জায়গা থেকে সবার উন্নতির অনেক ইচ্ছা।
সম্প্রতি শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জয় বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে আত্মবিশ্বাস দিয়েছে। তরুণ ক্রিকেটারদের নিয়ে লিটন কুমার দাসের নেতৃত্বে দলটি এখন অনেক বেশি গোছানো।
তাসকিনের মতে, বাজে সময় পেছনে ফেলে এসেছে বাংলাদেশ। তিনি বলেন, ‘অনুশীলনে আমরা সবাই অনেক কষ্ট করছি। সতীর্থ, কোচিং স্টাফ এমনকি বিসিবিও অনেক সহায়তা করছে। সব মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি, এ ধারাবাহিকতাটা থাকলে অনেক ভালো কিছু হবে।’
তাসকিন আরও বলেন, এশিয়া কাপে তার দলের একমাত্র লক্ষ্য শিরোপা জয়। তিনি বলেন, আসলে শুধু অংশ নিতে তো যাচ্ছি না, মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শেষ তিনটি সিরিজ আমরা ব্যাক টু ব্যাক জিতেছি। এটা বেশ ভালো আত্মবিশ্বাস দেবে।
এদিকে, রোববার দুই ভাগে বিভক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে টাইগাররা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন