রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ‘মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কালাম আজাদ। মরদেহ মর্গে পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আজাদ ফার্মগেট মোড়ে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ ওপর থেকে ভারী ধাতব বস্তুটি তার মাথায় পড়ে।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায়ও মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।
উল্লেখ্য, বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি। এটি উড়ালপথের ওপর থেকে আসা ভারী চাপ পিলারে সমানভাবে সঞ্চারিত করে কাঠামোকে স্থিতিশীল রাখে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন