ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট রজার বিনির বয়স ৭০ বছর অতিক্রম করায় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। এই পদে উঠে এসেছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নাম।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ইংল্যান্ড সফরের সময় শচীনকে এই প্রস্তাব দিয়েছেন। যদিও শচীন এই প্রস্তাবে প্রাথমিকভাবে খুব বেশি আগ্রহ দেখাননি, তবুও বোর্ড কর্মকর্তারা তাকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অতীতে শচীন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্য থাকলেও, প্রশাসনিক পদে তাকে কখনো দেখা যায়নি। এ কারণেই তার মতো একজন তারকা ক্রিকেটার এই দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
যদি শচীন টেন্ডুলকার রাজি না হন, তাহলে বিকল্প হিসেবে আরও কয়েকটি নাম বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে আছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
তবে সৌরভ গাঙ্গুলীর আবার এই পদে আসার সম্ভাবনা কম। যদি কোনো হেভিওয়েট ক্রিকেটার রাজি না হন, তাহলে বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেতে পারেন।
এদিকে সরকারের পক্ষ থেকে দেশের নামি ক্রীড়া সংস্থাগুলোতে ক্রীড়াবিদদের শীর্ষ পদে বসানোর একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি.টি. ঊষা, হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। এই নীতির ধারাবাহিকতায়ই শচীন টেন্ডুলকারের নাম উঠে এসেছে বলেও জানা যায়।
এদিকে, বোর্ড সদস্যরা আগামী দু’একদিনের মধ্যে বৈঠকে বসে বার্ষিক সাধারণ সভার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সচিব, যুগ্ম সচিব এবং কোষাধ্যক্ষ পদে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সচিব হিসেবে দেবজিৎ শইকিয়া, যুগ্ম সচিব হিসেবে রোহন দেশাই এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রভতেজ সিং ভাটিয়া তাদের পদে বহাল থাকতে পারেন।
তবে আইপিএল চেয়ারম্যান পদে বদল আসতে পারে। এই পদের জন্য প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। এ ছাড়াও, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার নামও আলোচনায় আছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন