কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্পরীর দ্বীপের কোনারপাড়া এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল খালেক (২০) নামে এক যুবক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে জীবিকার তাগিদে ১৮ জন জেলে একসঙ্গে নাফ নদীতে মাছ ধরতে যান। এ সময় নদী উত্তাল থাকায় খালেক পানির প্রবল স্রোতে ভেসে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিখোঁজ খালেক ওই এলাকার আব্দুস সালাম ও শামশুন নাহার দম্পতির ছেলে।
পরিবারিক সূত্রে জানা গেছে, টানা ভারী বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বৃদ্ধি ও স্রোত বেড়ে যায়। মাছ ধরার সময় আকস্মিকভাবে ঝড়ো হাওয়া ও স্রোতে তাদের নৌকা উল্টে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠলেও খালেক নিখোঁজ হন।
স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ বলেন, খালেক অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। তার বাবা পেশাগতভাবে জেলে। সংসারের অভাব অনটন দূর করতে এবং ছোট ভাই-বোনের মুখে হাসি ফোটাতে খালেক প্রতিদিনের মতো নদীতে গিয়েছিল মাছ ধরতে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু বলেন, ‘খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি- খালেক যেন জীবিত অবস্থায় ফিরে আসে।’
আপনার মতামত লিখুন :