সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৯:০২ পিএম

ডাল রান্না নিয়ে তর্ক, ভগ্নিপতিকে কোপালেন শ্যালকরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৯:০২ পিএম

হাসপাতালে ভর্তি আহত ইয়ামিন ছকিদার। ছবি- রূপালী বাংলাদেশ

হাসপাতালে ভর্তি আহত ইয়ামিন ছকিদার। ছবি- রূপালী বাংলাদেশ

ডাল রান্না নিয়ে স্ত্রীর সঙ্গে তর্কের জেরে ভগ্নিপতিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্যালকদের বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ গাইয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম ইয়ামিন ছকিদার। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা-হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে ইয়ামিন ছকিদার পাশের ক্যাম্পের হাট এলাকার রুমা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে-মেয়ে আছে। ইয়ামিন নিজের পান বরজ ও গরু লালনপালন করেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সবশেষ শনিবার সকালে ইয়ামিন বাজার থেকে ডাল এনে রান্না করতে দেন। এতে স্ত্রী রাজি হননি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তিনি সন্তানদের রেখে বাবার বাড়ি চলে যান।

পরবর্তীতে শ্যালক ইউসুফ ও ইসমাইল হোসেন মোটরসাইকেলে ইয়ামিনের বাড়ি আসেন। তারা সন্তানদের এক রুমে রেখে ইয়ামিনকে অন্য রুমে নিয়ে দরজা বন্ধ করে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যান তারা। 

এ বিষয়ে অভিযুক্ত ইউসুফ ও ইসমাইল হোসেনের বক্তব্য জানা যায়নি। তবে তাদের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে।

দক্ষিণচর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম জিকু হাওলাদার বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। তবে ফেসবুকে দেখেছি।

এ বিষয়ে হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমার জানা নেই। আহতের পরিবার থেকে অভিযোগ করলে দেখব।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!