২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই বাছাইপর্বের বাকি থাকা চারটি ম্যাচ তাদের জন্য পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ। সেই সুযোগটিই কাজে লাগাতে চান কোচ লিওনেল স্কালোনি।
শুক্রবার (৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে স্বাগতিকদের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে স্কালোনির কৌশলে প্রাধান্য পাচ্ছে তরুণদের ওপর ভরসা।
দীর্ঘ ৭ মাস পর আর্জেন্টিনার স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। তার ফিরে আসাটা দলীয় শক্তির দিক থেকে বড় উৎসাহের, যদিও স্কালোনি তাকে শুরুতে নয়, দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর পরিকল্পনা করছেন। কোচের কৌশল অনুযায়ী, অভিজ্ঞতার বদলে এবার থাকবে তরুণদের ঝলক।
মেসি ফিরলেও আর্জেন্টিনার একাদশে থাকছেন না কয়েকজন নিয়মিত মুখ। কার্ডজনিত ঝামেলায় নিষিদ্ধ হয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওটামেন্দি। এছাড়া চোটের কারণে দলে নেই মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
এই অনুপস্থিতিগুলোর সুযোগে স্কালোনি একাদশে কিছু নতুন মুখ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে যাচ্ছেন, বিশেষ করে মিডফিল্ডে। ম্যাচটি তাই তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার এক বড় মঞ্চ হতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মেসির উপস্থিতিই যথেষ্ট দলের মনোবল বাড়াতে। তবে তরুণদের পারফরম্যান্সই ঠিক করে দেবে আর্জেন্টিনা কীভাবে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। স্কালোনির কৌশলে তাই আজ দেখা যাবে নতুন চিন্তাধারার প্রতিফলন।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ:
এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিওস, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও জুলিয়ান আলভারেজ।
আপনার মতামত লিখুন :