চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে চরম গরমে খেলা হওয়ায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ ও চেলসি বনাম এসপেরেন্স ম্যাচ দুটি বাতিল করা উচিত ছিল।
কারণ ওই সময়ের তাপমাত্রা খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পর্যায়ে চলে গিয়েছে।
ফিফপ্রো জানিয়েছে, তাপমাত্রা ২৮ ডিগ্রি (ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার) পেরোলেই ম্যাচ স্থগিত করা উচিত। অথচ ফিফার গাইডলাইনে তাপমাত্রার (ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার) সীমা ৩২ ডিগ্রি পর্যন্ত রাখা হয়েছে।
সংস্থাটির মেডিকেল ডিরেক্টর ড. ভিনসেন্ট গুটবার্গ বলেন, আমাদের সুপারিশ অনুযায়ী, পিএসজি-অ্যাটলেটিকো ও চেলসি-এসপেরেন্স ম্যাচ দুটি খেলার উপযোগী ছিল না।
এগুলোকে হয় দিনের অন্য সময়, অথবা সম্ভব হলে অন্য তারিখে পুনঃনির্ধারণ করা উচিত ছিল।
তিনি আরও জানান, উচ্চ তাপমাত্রার কারণে খেলোয়াড়রা তাদের জাতীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে অনেক ম্যাচ বজ্রঝড়ের কারণে ব্যাহত হয়েছে—যেমন চেলসি ও বেনফিকার মধ্যে শার্লট শহরে হওয়া ম্যাচে দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ ছিল।
চেলসির কোচ এনজো মারেস্কা ও অ্যাটলেটিকোর ফরোয়ার্ড মার্কোস লোরেন্তে-সহ অনেকেই খেলার কঠিন আবহাওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন।
ফিফপ্রো আরও জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে সময় মিয়ামি ও অরল্যান্ডো-র মতো শহরগুলোতে দিনের বেলায় ম্যাচ আয়োজন করা হলে খেলোয়াড়দের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
ফিফপ্রোর নীতিমালা পরিচালক আলেক্সান্ডার বিয়েলেফেল্ড বলেন, মিয়ামি কিংবা অরল্যান্ডোতে দিনের বেলায় খেলাগুলো অনুষ্ঠিত হলে তাপমাত্রা (ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার) অনেক সময়ই ২৮ ডিগ্রি ছাড়িয়ে যায়।
সেখানে সন্ধ্যার দিকে ম্যাচ আয়োজন করা হলে খেলোয়াড় ও দর্শক উভয়ের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
ফিফপ্রোর মহাসচিব অ্যালেক্স ফিলিপস বলেন, ফিফাকে আমরা জোরালোভাবে বলব যাতে তারা বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেয়। মেজর লিগ সকার (MLS) ফ্লোরিডায় দিনের বেলায় খেলা আয়োজন করে না—এটিও ফিফাকে বুঝতে হবে।