কিশোরগঞ্জের ভৈরবে ইতালি প্রবাসী নারী মোমেনা আক্তার নীলির ক্রয়কৃত ভূমিতে আদালতের অনুমতি নিয়ে নির্মাণকাজ করতে গিয়ে একটি প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, জমি দখল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে কমলপুর বাল্লাবিল এলাকায় ওই ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসী নারী।
লিখিত অভিযোগে মোমেনা আক্তার নীলি জানান, ৪০ বছর ধরে ভোগদখলীয় নিজস্ব জমিতে আদালতের বৈধ অনুমতি নিয়ে নির্মাণকাজ শুরু করলে প্রভাবশালী এক ভূমিদস্যু চক্র প্রথমে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় স্থাপনা ভাঙচুর করা হয় এবং জমি দখলসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় জড়িতদের মধ্যে রফিক, কাউসার, মোজাম্মেল, জাকির, সবুজ সরকার, কবির মিয়া ওরফে পান কবির, ফারুক ও দালাল সুমন রেফারির নাম উল্লেখ করেন তিনি।
গত ২২ জুলাই রফিক গং ও অজ্ঞাত দাঙ্গাবাজরা রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন দেয়াল ভাঙচুর করে। এ ঘটনায় ভৈরব থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী।
তিনি আরও বলেন, হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সমাজের একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন তার বাবা হাজী জহির উদ্দিন। তিনি কমলপুর মৌজার ৩১৬৭ দাগে বিভিন্ন সময় জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করেন।
২০০৮ সালে মোমেনা আক্তার নীলি তার বাবার কাছ থেকে এই সম্পত্তি ক্রয় করেন এবং সেখানে মার্কেট ও দোকান নির্মাণ করে ভোগদখল করে আসছেন। কিন্তু তিনি ইতালিতে অবস্থান করার সুযোগে সিন্ডিকেটটি তার বৈধভাবে ক্রয়কৃত সাড়ে ৪২ শতাংশ জমি দখলের চেষ্টা করছে।
ভুক্তভোগীর অভিযোগ, ভূমিদস্যু চক্রের পেছনে একটি প্রভাবশালী মহল রয়েছে। গত ১৪ আগস্ট তার স্বামী হাজী মো. জসিম উদ্দিন ও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ভৈরব প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে চক্রটি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের উপর উল্টো জমি দখলের অপবাদ চাপানোর চেষ্টা করছে কুচক্রী মহল।
তিনি আরও জানান, তার স্বামী হাজী মো. জসিম উদ্দিন ইতালির রোম শহরে স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া তিনি একটি অনলাইন পত্রিকার চেয়ারম্যান ও মানবাধিকার সংগঠনের সক্রিয় সদস্য। অথচ ভূমিদস্যুরা উল্টো তাদের নামেই মিথ্যা কুৎসা রটাচ্ছে।
তিনি অভিযোগ করেন, ওই সিন্ডিকেট কমলপুর বাল্লাবিলের সরকারি জায়গা জবরদখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণসহ অনেকের সম্পত্তি দখল করছে। এ ছাড়া সামাজিক দরবারের অজুহাতে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রবাসী নারী মোমেনা আক্তার নীলি প্রশাসনের প্রতি ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তার জমি রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অপরদিকে, প্রবাসী পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও কুৎসা রটানোর প্রতিবাদ এবং নিন্দা জানান তিনি।
ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. শাহাদাৎ হোসেন, মো. চুন্নু মিয়া, সাবেক ইউপি সদস্য তৌহিদুর রহমান ও মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় শতাধিক স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।