ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

শাজাহানপুরে বাসা থেকে গৃহ পরিচালিকার মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০২:৪১ পিএম
শাজাহানপুর থানা। ছবি - সংগৃহীত

রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগ বাজার রেলগেট-সংলগ্ন একটি বাসার নিচতলা থেকে মমতাজ বেগম (৫৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মমতাজ বেগম গৃহপরিচালিকার কাজ করতেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুর রহমান জানান, খবর পেয়ে মালিবাগ বাজার রেলগেট-সংলগ্ন ৪২৫/এ নম্বর বাসার নিচতলা থেকে দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্থানীয় ভাড়াটিয়া রুবিনা আক্তার ও কুলসুমের মুখে জানা যায়, মমতাজ বেগম গৃহপরিচালিকার কাজ করতেন। গত ২/৩ দিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি ঘরেই ছিলেন। পরে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি বলেন, এটি বিষক্রিয়ায় মৃত্যু কি না, বা যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনা আছে কি না- এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।