ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৭:৩৫ পিএম
সাথিরা জাকির জেসি। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশের প্রথম নারী হিসেবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করার গৌরব অর্জন করবেন সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি।

এই খবরটি তিনি নিজেই সম্প্রতি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই আম্পায়ারিংয়ের জগতে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে আসছেন জেসি। গত দুই বছরে তিনি নারী ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট—যেমন: বয়সভিত্তিক বিশ্বকাপ, এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টগুলোতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবার আইসিসির সবচেয়ে বড় মঞ্চে, মূল নারী ওয়ানডে বিশ্বকাপে তার অভিষেক হতে যাচ্ছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।

এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

জেসির আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। গত বছর তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ এবং মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সফলভাবে আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার দক্ষতার ছাপ রেখেছেন।