ব্রাজিলিয়ান সিরি-আ'র উত্তেজনাপূর্ণ এক ম্যাচে নেইমারের একমাত্র গোলে ফ্ল্যামেঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়েছে সান্তোস। ইনজুরি, বিরতি আর অনিয়মিত খেলার ধকল সামলেও নিজেকে নতুন করে চেনালেন ৩৩ বছর বয়সি তারকা।
শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর থেকেই নেইমারের মাঠের সময় ছিল সীমিত। পুনরায় চোটে পড়া আর ফিটনেস নিয়ে লড়াইয়ের মধ্যে এবারই প্রথম তিনি পেলেন নিজের মতো করে কিছু করে দেখানোর সুযোগ।
আর সেই সুযোগটাকেই রূপ দিলেন জাদুকরী এক ফিনিশিংয়ে।
ম্যাচের ৮৪তম মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ফাঁক গলে বল নিয়ন্ত্রণে নেন নেইমার। এরপর নিখুঁত এক শর্টে বল জালে জড়ান তিনি। গোলে কেবল তিন পয়েন্টই নয়, সান্তোস সমর্থকদের মাঝেও জাগিয়ে তুললেন নতুন করে আশার আলো।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমার শরীর এখনও ছন্দের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইনজুরি থেকে ফেরা সহজ ছিল না, তবে আমি খুশি যে আবারও দলের হয়ে অবদান রাখতে পারছি।’
নেইমার আরও বলেন, ‘আমি এখনো শতভাগ ফিট না হলেও প্রতিদিনই আরও শক্তিশালী হয়ে উঠছি।’
এই মৌসুমে ব্রাজিলিয়ান লিগে মাত্র তিনটি ম্যাচে মূল একাদশে ছিলেন নেইমার। তবে এই ম্যাচে তার পারফরম্যান্সে দেখা গেল পুরোনো সেই আত্মবিশ্বাস আর নিখুঁত ফিনিশিং।
আপনার মতামত লিখুন :