এক যুগেরও বেশি সময় রিয়াল মাদ্রিদে খেলার পর ক্যারিয়ারের শেষ প্রান্তে এসি মিলানে যোগ দিয়েছেন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ।
গত সোমবার ইতালিয়ান ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করেন তিনি। নতুন ক্লাবে যোগ দিয়েই শিরোপা জয়ের লক্ষ্য নিয়েছেন এই বিশ্বকাপ ফাইনালিস্ট তারকা।
মিলান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, ‘সাধারণ মানের ফুটবল খেলে আমি কখনোই খুশি হতে পারি না। একটি দলকে সবসময় সর্বোচ্চ লক্ষ্য ও শিরোপার জন্য লড়াই করতে হবে। সে জন্যই আমি এখানে এসেছি।’
কৈশোর থেকেই এসি মিলানের ভক্ত ছিলেন মদ্রিচ। সেই শৈশবের প্রিয় দলের জার্সি গায়ে তোলার অনুভূতিও জানিয়েছেন তিনি।
‘বেড়ে ওঠার সময় আমি অনেক ইতালিয়ান লিগের ম্যাচ দেখতাম, আর আমার প্রিয় দল ছিল এসি মিলান। ক্রোয়েশিয়ায় অনেকেই মিলানকে অনুসরণ করত, কারণ তখন এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি ছিল। তাছাড়া তখন জোনিমির বোবান এই ক্লাবে খেলতেন, যিনি আমার আদর্শ ছিলেন’, বলেন মদ্রিচ।
লুকা মদ্রিচ জানান, ইউরোপের বাইরের কিছু ক্লাব থেকে প্রস্তাব পেলেও মিলানের প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত নিতে সময় নেননি। ‘আমি ইউরোপে থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চেয়েছি। মিলানের প্রস্তাব পাওয়ার পরই বুঝে গেছি—এটাই সঠিক পথ।’
আপনার মতামত লিখুন :