২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে লিওনেল মেসির পোস্টের লাইকের রেকর্ড কি এবার ভাঙতে চলেছেন টেইলরের সুইফট? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি নিজের এনগেজমেন্টের খবর জানিয়ে একটি পোস্ট করেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট।
খবর অনুযায়ী, বাগদানের খবর জানানোর পর টেলর সুইফটের পোস্ট প্রথম তিন ঘণ্টায় দেড় কোটি লাইক পেয়েছে। ১৩ ঘণ্টা পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৮ লাখের বেশি।
এই পোস্টটি মেসির বিশ্বকাপ জয়ের পোস্টের সমপরিমাণ লাইক পেতে সময় নিয়েছে ১ ঘণ্টা ৩ মিনিট। মেসির পোস্টটি ৪০ মিনিটের মধ্যেই এক কোটি লাইক পেয়েছিল।
বর্তমানে মেসির সেই পোস্টে লাইকের সংখ্যা ৭ কোটি ৪৫ লাখের বেশি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, টেলর সুইফটের পোস্ট যদি একই গতিতে লাইক পেতে থাকে, তাহলে খুব শিগগিরই তা মেসির রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে।
মেসি এবং টেইলর সুইফটের মধ্যে সম্পর্ক কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়। গত বছর অক্টোবরে মেসি তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টেলর সুইফটের কনসার্ট উপভোগ করতে গিয়েছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন