ভারতে ‘বাংলাদেশি’ ধরতে বস্তিতে অভিযান, মুসলিম-বাংলাভাষী হলেই বিপদ
আগস্ট ৮, ২০২৫, ০৬:২৩ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লির পাশেই অভিজাত শহর গুরগাঁও। আধুনিক সুউচ্চ ভবন আর পরিপাটি অ্যাপার্টমেন্টের পাশেই মশার ঝাঁক, আবর্জনার স্তূপ আর বস্তি। উঁচু প্রাচীরঘেরা কমপ্লেক্সে থাকেন ভারতের ধনী বাসিন্দারা, আর কাছের বস্তিগুলোয় থাকেন দরিদ্র শ্রমিক—মূলত গৃহকর্মী, ময়লা সংগ্রহকারী ও দিনমজুর, যারা এই আধুনিকতাকে সচল রাখেন।
গত মাসে স্থানীয় প্রশাসন ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’ শনাক্তের...