সৌদি আরবে বাসস্থান, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে মোট ২২ হাজার ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ হাজার ৮৩৫ জনকে আবাসিক আইনের লঙ্ঘন, ৪ হাজার ৭৭২ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং ৩ হাজার ৫৪০ জনকে শ্রম সম্পর্কিত অপরাধের দায়ে আটক করা হয়।
এ ছাড়া, যারা সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছে তাদের মধ্যে ১ হাজার ৮১৬ জনকে সরাসরি সীমান্ত থেকে আটক করা হয়। এর মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, ৩৪ জনকে প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয় এবং ২০ জনকে অবৈধ অভিবাসীদের পরিবহণ ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা, যেমন আশ্রয় বা পরিবহণ দেওয়া—এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, এমনকি জড়িতদের যানবাহণ ও সম্পত্তি জব্দ করার বিধান রয়েছে।
আপনার মতামত লিখুন :