আমি চাই সিনেমা সবাই সম্মানের চোখে দেখুক: ববি
আগস্ট ১৯, ২০২৪, ০৪:১৩ পিএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। প্রতি বছর ১৮ আগস্ট দিনটি এলেই বেশ একাকীত্বে ভোগেন এই নায়িকা। কারণ, ঢাকায় একাই থাকেন তিনি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে ছিল না, ভাবতেই যেন তার মন খারাপ হয়। তাই জন্মদিনে কোনো আয়োজন রাখেননি ববি। ঘরোয়াভাবে কাছের...