প্রায় অর্ধশতাব্দী ধরে এফডিসির ইট-কাঠের সঙ্গে মিলেমিশে ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম। তার শিল্প নির্দেশনায় প্রাণ পেয়েছে শোবিজের অসংখ্য তারকা, ফুটে উঠেছে তাদের সোনালি মুহূর্ত। আজ তিনি ঝলমলে আলোকে চিরবিদায় জানিয়ে চলে যাচ্ছেন আপন ভিটাবাড়িতে।
দীর্ঘ ৪৭ বছর ধরে এফডিসিতে শিল্প নির্দেশকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। জীবনসায়াহ্নে পৌঁছে এখন এই চলচ্চিত্রকর্মী প্রিয় কর্মস্থল এফডিসি ছেড়ে ফিরতে চান জন্মস্থানে।
এরই মধ্যে চলচ্চিত্রকর্মী খোরশেদ আলমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও নির্মাণাধীন ‘তছনছ’ সিনেমার টিম। এবার পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
এ প্রসঙ্গে ববি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘তিনি আমাদের অসংখ্য সিনেমার নেপথ্যে ছিলেন। গোটা জীবন এফডিসিতে দিয়েছেন। তার বিদায়ের দিনে নিজ অবস্থান থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার পাশে দাঁড়াতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি, চলচ্চিত্রের অন্যরাও তার পাশে দাঁড়াবে।’
চলচ্চিত্র সাংবাদিকরা খোরশেদ আলমকে নিজ বাড়িতে সসম্মানে ফেরত পাঠানোর উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই এফডিসিতে হতে চলেছে তার বিদায় সংবর্ধনা। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিবেন সাংবাদিক ও চিত্রকর্মীরা।
এই আয়োজনের নেপথ্যে রয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন