বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:০১ এএম

আসিফ-মাহফুজের মন্ত্রণালয়ের দায়িত্ব কাদের হাতে যাচ্ছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:০১ এএম

আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এবং মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এবং মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা দায়িত্ব ছাড়বেন বলে সরকারের একাধিক সূত্র জানিয়েছে।

বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে। তাদের পদত্যাগের ফলে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে উপদেষ্টার পদ শূন্য হয়ে যাবে।

সরকারের শীর্ষ পর্যায়ের আলোচনায় উঠে এসেছে, উপদেষ্টা আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। যিনি বর্তমানে তিনি গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে প্রথমে অনাগ্রহ দেখান আদিলুর রহমান। কারণ, মন্ত্রণালয়টির অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ এসেছে। শেষ সময়ে নতুন কাউকে দায়িত্ব না দিয়ে পুরোনোদের মধ্য থেকেই দায়িত্ব দেওয়ার চিন্তা থেকে শেষ পর্যন্ত তাকে রাজি করানো হয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।

পরে দায়িত্ব পুনর্বণ্টনের সময় আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। এরপর আবার পুনর্বণ্টনে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং তখন থেকেই স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন।

এই সময়ে ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন এবং দলের আহ্বায়ক হন। তার জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

এখন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পুনর্গঠনের ইঙ্গিত মিলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!