বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন যাত্রায় বড় অগ্রগতি হিসেবে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ। এ সংক্রান্ত লেটার অব ইনটেন্টে (সম্মতিপত্র) সই হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দোর মধ্যে। এতে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির প্রতিনিধি দলও ছিলেন।
আইএসপিআর জানায়, অত্যাধুনিক মাল্টি–রোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে ইউরো ফাইটার টাইফুন যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর সামনের সারির যুদ্ধক্ষমতা নতুন মাত্রা পাবে। আকাশ প্রতিরক্ষা, কৌশলগত হামলা, এবং বহুমুখী সামরিক অভিযানে এই যুদ্ধবিমান বিমান বাহিনীকে আরও উন্নত সুবিধা দেবে।
সম্মতিপত্রে সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে আরও একধাপ এগিয়ে গেল দেশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন