টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ট্রাকচালক শেরপুর জেলার সোহেল এবং মুরগির পাইকার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার আমিনুর।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী হাঁস, মুরগি ও চালবোঝাই একটি ট্রাক সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির চালক ও হাঁস-মুরগির পাইকার ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন