শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৪:১৩ পিএম

আমি চাই সিনেমা সবাই সম্মানের চোখে দেখুক: ববি

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৪:১৩ পিএম

আমি চাই সিনেমা সবাই সম্মানের চোখে দেখুক: ববি

চিত্রনায়িকা ববি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। প্রতি বছর ১৮ আগস্ট দিনটি এলেই বেশ একাকীত্বে ভোগেন এই নায়িকা। কারণ, ঢাকায় একাই থাকেন তিনি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে ছিল না, ভাবতেই যেন তার মন খারাপ হয়। তাই জন্মদিনে কোনো আয়োজন রাখেননি ববি। ঘরোয়াভাবে কাছের কিছু মানুষদের সঙ্গে দিনটি কাটানোর পাশাপাশি সময় কাটান এতিমখানায়। বরাবরের মতো এবারও এতিম শিশুদের সঙ্গে বিশেষ দিনটি কাটিয়েছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশ-কে জানিয়েছেন তিনি।

বিশেষ দিন এলে বাবাকে ভীষণ মিস করেন ববি। বাবার কথা স্মরণ করে বলেন, ‘তিনি একজজন পরোপকারী মানুষ ছিলেন। যাদের নেচার বাবার সঙ্গে মিল পাই তাদের দিকে তাকিয়ে থাকি। পৃথিবীতে খুব ভালো মানুষ আছে বলেই মানুষজন এখনো সুন্দর ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না।’

ববি বলেন, ‘জন্মদিন এলে খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তবে একাকীত্ব ভুলতে শেওড়াপাড়ার মিফতাহুল উলুম মাদ্রাসায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটিয়েছি। জন্মদিনটা সবসময় অনেক স্পেশাল। আব্বা মারা যাওয়ার পর থেকে চেষ্টা করি এতিমাখানার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে। ওদের সঙ্গেই দিনটা পালন করি। তাছাড়া বিভিন্ন মাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানায় এটা আমার ভীষণ ভালো লাগে। নিঃস্বার্থভাবে এই ভালোবাসা অনেক বড় পাওয়া। ভালোবাসা এবং দোয়ার চেয়ে দামি উপহার আর কিছু নেই। আশা করব, ভবিষ্যতেও সবাই এমন ভালোবাসা ও দোয়ায় রাখবে। আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের জন্য দোয়া।’

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা রেখে তিনি আরও বলেন, ‘যে কাজগুলো দেশ ও মানুষের জন্য ভালো হবে সেটাই যেন করা হয়। অতীতে কি হয়েছে সেটা ভুলে নতুন করে দেশটা সাজাতে হবে। ছোটবেলা থেকে দেখে আসছি একজন যায় আরেকজন আসে, প্রতিশোধ নেয়। ধ্বংসাত্মক কাজ হয়। এসবের কারণে আমরা বিভিন্ন ভাবে অনেক পিছিয়ে যাই। এগুলো যাতে আর না হয় সরকারের কাছে অনুরোধ থাকবে।’

চিত্রনায়িকা ববি। ছবি: সংগৃহীত

অবহেলিত সিনেমা শিল্পে সরকারের সুদৃষ্টি থাকবে এমন আশাব্যক্ত করে ববি বলেন, ‘আমি যেহেতু সিনেমার মানুষ। একজন শিল্পী হিসেবে আশা করব এখন যেন সিনেমার দিকে নজর দেয়া হয়। সিনেমা সবসময় অবহেলিত থাকে। দেশের অন্যসব কাজের পাশাপাশি সিনেমার উন্নয়নে নজর দেয়ার অনুরোধ করব। একটা দেশের সিনেমা অনেক বড় মাধ্যম। দেশের শিল্প রক্ষায় ভূমিকা নিতে হবে।’

যোগ করে বলেন, ‘বিদেশে সবসময় দেখি বাংলাদেশকে ছোট করে দেখা হয়। বিভিন্ন ভাবে আমরা সবসময় উপেক্ষিত থাকি। এটা খুব খারাপ লাগে। অথচ আমাদের দেশেও অনেক মেধাবী মানুষ আছে। যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। মেধাবীদের কাজে লাগাতে হবে।’

সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করেন ববি। দেশের পরিস্থিতি স্বাভাবিকত হলে নতুন কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। বললেন, ‘সিনেমা আমার অনেক ভালোবাসার জায়গা। দূরে থেকেও সিনেমার মাধ্যমে মানুষের অনেক কাছাকাছি থাকা যায়। মানুষের মনের মধ্যে জায়গা করে নেয়া যায়। আমি চাই সবাই এই মাধ্যমটা আরও সম্মানের চোখে দেখুক।’

ববি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘খোয়াব’। সিনেমাটি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে একজন সুপারস্টার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন আদর। অন্যদিকে, মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে। এছাড়াও নাম ঠিক না হওয়া লন্ডনে শুটিং করেছেন পরিচালক মিনহাজ কিবরিয়ার একটি সিনেমার। বর্তমানে সিনেমাটির ডাবিং বাকি।

রূপালী বাংলাদেশ

Link copied!