করাচি চিড়িয়াখানায় ‘শিয়ালমানব’! বেরিয়ে এল আসল সত্য
নভেম্বর ১৪, ২০২৫, ০৭:৫৪ পিএম
পাকিস্তানের চিড়িয়াখানায় এমন মানুষের দেখা মিলছে, যার অর্ধেক শরীর শেয়ালের। আজব এই প্রাণীকে দেখতে গত ৪০ বছর ধরে নাকি ভিড় উপচে পড়ছে করাচি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় থাকা এমন মানুষের নাম মমতাজ বেগম। মমতাজের শরীরের অর্ধেকটা শেয়ালের। গত ৪০ বছর ধরে করাচি চিড়িয়াখানাই ঠিকানা মমতাজের। কীভাবে মমতাজের খোঁজ পাওয়া গিয়েছিল তা কর্তৃপক্ষ...