চিপস তৈরি করে স্বাবলম্বী যে গ্রাম
মে ১, ২০২৫, ০৪:৪৩ এএম
কেউ গোলাকার আলু পাতলা করে কাটছেন, আবার কেউ আলু সেদ্ধ করছেন, কেউ কেউ সেদ্ধ আলু রোদে শুকাতে দিচ্ছেন, কেউ আবার শুকানো আলু ভেজে চিপস তৈরি করছেন। এভাবেই আলু থেকে চিপস তৈরি করে সংসার চালান জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার শ্রীকৃষ্টপুর গ্রামের অনেক বাসিন্দা। আলুর চিপস তৈরি ও বিক্রি করেই স্বাবলম্বী ওই গ্রামের...