কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তালগাছ
নভেম্বর ১৩, ২০২৫, ০৫:১৫ পিএম
পটুয়াখালীর দুমকি উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তালগাছ। আগের দিনে রাস্তার দুপাশে, পুকুর পাড়ে, ভিটায় ও বসতবাড়ির আশপাশে সারি সারি তালগাছ দেখা যেত। রসাত্মক ফল, শাঁস বাঙালির প্রতিঘরে সববয়সের মানুষের প্রিয় খাবার ছিল। অপরদিকে তালগাছ দিয়ে ডোঙা নৌকা তৈরি করে বর্ষার মৌসুমে যাতায়াত করা হতো।...