যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাস্তার দুপাশে আড়াই হাজার তালের আঁটি বপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলায় লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর-আন্দোলপোতা সড়কের শৈলন বিল নামক স্থানে রাস্তার দুপাশে বজ্র নিরোধক পরিবেশবান্ধব গাছ আড়াই হাজার তালের আঁটি বপন করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেনÑ লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সংস্থাপন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর খালেক, উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আকতার উজ জামান, সাংগঠনিক সম্পাদক মসিয়ার রহমান, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শাহজাহান কবির প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন