জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার তরগাঁও ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান ৩ কিলোমিটারব্যাপী শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পরে ঢাকা সড়কের জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন: বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, আফজাল হোসাইন, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, আজগর হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, অ্যাডভোকেট মীর সেলিম, হাবিবুর রহমান প্রিন্স, সেলিম হোসেন বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, যুবদল নেতা মামুনুর রশিদ, জাকারিয়া পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ ছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, পতিত ফ্যাসিবাদের পদধ্বনি দেশের জন্য অশনিসংকেত। দলের কর্মীদের বিপদের মুখে ফেলে দিয়ে যে নেত্রী পালিয়ে যায় তারা আবার ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখে। আওয়ামী লীগের সে আশা পূরণ হবে না। কোনো ষড়যন্ত্রই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না।
১৯৭৫’র ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী জাতীয়তাবাদ বাস্তবায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই।
আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার জন্য দলী নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন