রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা ১৪ বছর বয়সী সেই কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের পর ধানমন্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে, সকাল ১০টার দিকে ওই কিশোরকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক করে পুলিশ। জানা গেছে, তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ বলেন, কিশোরটি গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, সে কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তাই যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন