রাজধানীর হাইকোর্ট এলাকায় ড্রাম থেকে একজন পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ এসে ড্রাম দুটি খুলে খণ্ডিত মরদেহটি দেখতে পায়।
স্থানীয়রা জানান, হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহ মাঠের কাছে একটি ভ্যান এসে দুটি নীল রঙের ছোট ড্রাম ফেলে চলে যায়। পরে স্থানীয়রা ড্রামগুলো দেখে সন্দেহ করলে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামগুলো খোলার পর প্রথমে মনে হয় যে ড্রামগুলোতে চাল রাখা আছে। কিন্তু পরে ড্রাসের ভেতরে মানুষের খণ্ডিত দেহের অংশ দেখতে পান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, ‘আজ দুপুর আড়াইটার দিকে একটি ভ্যান ড্রামগুলো ফেলে চলে যায়। ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো শনাক্ত করা যায়নি যে মরদেহটি কার। আমরা তদন্ত শুরু করেছি এবং দেখতে চেষ্টা করছি কে বা কারা এই ড্রামগুলো রেখে গেছে।’
পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গলা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন