কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপির উদ্যোগে এক নির্বাচনি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাজান আলী।
মোকারমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি খন্দকার সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. বুলবুল আবু সাইদ শামীম, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল কবির বুলু মেম্বার, ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন