নাভিতে তেল দেওয়ার উপকারিতা
এপ্রিল ২১, ২০২৫, ১০:৪৪ এএম
নাভি আমাদের শরীরের কেন্দ্রবিন্দু। জন্মের পর এই ছোট্ট গর্তটি হয়তো গুরুত্ব হারায়, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা এটিকে শরীর ও মনের সুস্থতার এক গোপন দরজা বলে মনে করতেন। যুগ যুগ ধরে মানুষ নাভিতে তেল দেওয়ার অভ্যাস মেনে চলেছে। কেউ করেছেন ঠান্ডা কমাতে, কেউ মাথাব্যথায়, কেউ করেছেন পেট ব্যথা উপশমে। আজও অনেক ঘরোয়া চিকিৎসায়...