ধর্মীয় সংঘর্ষের অভিযোগ, সিনেমার প্রদর্শনী বন্ধের দাবি
এপ্রিল ১, ২০২৫, ০৫:৫১ পিএম
গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দ্য সাবরমতী রিপোর্ট’-এর মতো এবার ‘এমপুরন’ ছবির প্রদর্শন বন্ধের দাবি উঠেছে। ছবির বিরুদ্ধে কেরালা হাই কোর্টে মামলা করেছেন বিজেপি নেতা ভি ভি বীজেশ। তিনি দাবি করছেন, ছবিতে গোধরা কাণ্ড পরবর্তী ধর্মীয় সংঘর্ষের দৃশ্য তুলে ধরা হয়েছে, যা নতুন করে অশান্তি সৃষ্টি করতে পারে।‘এমপুরন’ ছবিটি ২০২৫ সালের...