মক্কা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের পপ তারকা জেনিফার লোপেজের কনসার্ট নিয়ে সৌদি আরবে তৈরি হয়েছে চরম বিতর্ক। ফর্মুলা ওয়ান ‘সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স’-এর অংশ হিসেবে জেদ্দার কর্নিশে আয়োজিত এ শো-তে গত ১৯ এপ্রিল মঞ্চ মাতান জে লো। তবে ইসলামের পবিত্রতম নগরের এত কাছে এমন আয়োজন হওয়ায় ক্ষুব্ধ মুসলিম বিশ্ব।
জেনিফার লোপেজের সেই পারফরম্যান্স ‘অপমান’, ‘লজ্জাজনক’, এমনকি ‘ইসলামের প্রতি সরাসরি অবমাননা’ বলেও মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
কেউ লিখেছেন, ‘পবিত্র কাবার এত কাছে উন্মুক্ত পোশাক আর পপ নাচ-গানের এমন প্রদর্শনী কীভাবে সম্ভব! সৌদি কি ভুলে গেছে তারা ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর রক্ষক?’
৫৫ বছর বয়সী এ মার্কিন তারকা ওই রাতে ‘জেনি ফ্রম দ্য ব্লক’, ‘অন দ্য ফ্লোর’, ‘লাভ ডোন্ট কস্ট আ থিং’-সহ একের পর এক হিট গান গেয়ে দর্শকদের মাতিয়ে দেন। সঙ্গে ছিল তার স্বভাবসুলভ গ্ল্যামার, পোশাক বদলের চোখ ধাঁধানো কসরত, আর বারবার ‘লাভ’ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা।
একটি কনসার্টে তো নয়, সৌদির পুরো বিনোদননীতির দিকেই উঠছে প্রশ্ন। ‘ভিশন ২০৩০’–এর আওতায় সৌদি সরকার এমন আয়োজনকে ‘সংস্কৃতি পর্যটনের অংশ’ বলেই দাবি করছে।
প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি গত কয়েক বছরে চলচ্চিত্র উৎসব, খেলাধুলা, বিদেশি শিল্পীদের কনসার্ট—একসময় যা ছিল অকল্পনীয়, তা একে একে বাস্তব করছে।
তবে এ সাংস্কৃতিক উদারতা আসলে কি সত্যিকার মুক্ততা, না কি এক প্রকার ‘সৌদি পরিচয়ের পুনর্লিখন’? কেউ কেউ বলছেন, গাজা যুদ্ধ চলাকালে এমন ‘উল্লাস’ আয়োজন কেবল সাংস্কৃতিক দ্বিচারিতা নয়, বরং রাজনৈতিক বোধশক্তির অভাবও স্পষ্ট করে।
এই প্রথম নয়, আগেও সৌদি আরবে পারফর্ম করে সমালোচনার মুখে পড়েছেন জে লো। ২০২৪ সালের ডিসেম্বরে রিয়াদে এলি সাব ফ্যাশন শো-র এক অংশেও তার পরিবেশনা নিয়ে ওঠে প্রশ্ন।
তবু সৌদি সরকার দমছে না। হাজারো মানুষের উল্লাস, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া—সবকিছুর মাধ্যেই জে লো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গ্রীষ্মে আরও কিছু শো করতে যাচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে। দারুণ কিছু অপেক্ষা করছে।’
এদিকে, এ কনসার্ট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই সৌদি আরব কি আর সেই পুরোনো সৌদি? না কি পবিত্র কাবার আশপাশেই শুরু হয়েছে বিনোদনের নতুন মহাযজ্ঞ?

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন