ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ধর্মীয় শিক্ষা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। এই ঘটনায় মূল অভিযুক্ত মো. আলামিন (৩০) নামে এক ইমামকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃত আলামিন গফরগাঁও উপজেলার মৃত আবুল কালাম আজাদের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। গত তিন মাস ধরে তিনি ওই মসজিদে শিশু-কিশোরদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিতেন।
গত ৩১ জুলাই সকাল সাড়ে ৮টায়, অন্যান্য শিশুদের ছুটি দেওয়ার পর আলামিন ভুক্তভোগী শিশুটিকে মাদ্রাসার একটি কক্ষ থেকে ঝাড়ু আনতে পাঠান। শিশুটি কক্ষে প্রবেশ করলে আলামিন তার পিছু নিয়ে সেখানে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দেন। এরপর শিশুটির মুখ চেপে ধরে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরদিন ১ আগস্ট শিশুটির মা বাদী হয়ে পাগলা থানায় আলামিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় আলামিনের অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৯-এর সহযোগিতায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে সিলেটের সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন