ঘুষের মধুতেই তুষ্ট তারিকুল
সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৪৪ পিএম
নাম তার তারিকুল ইসলাম শহীদ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেট অফিসের উপপুলিশ পরিদর্শক (নিরস্ত্র)। যার বিপি নম্বর-৭৭৯৬০১৬০৪৫। ঘুষ গ্রহণের সব তরিকায় সিদ্ধহস্ত তিনি। কীভাবে বাদী-বিবাদীর পকেট থেকে অর্থ বের করতে হয়, সেই কৌশলগুলো তার বেশ জানা। অনিয়ম-দুর্নীতির জন্য দুর্নাম সিলেটের পুলিশে। সিলেটের মধুর স্বাদে তিনি বেজায় তুষ্ট। যার জন্য...