নিষিদ্ধ কীটনাশকে সয়লাব রাজশাহীর বাজার
                          জুলাই ৩০, ২০২৫,  ০৬:০৪ পিএম
                          নিষিদ্ধ কীটনাশকে সয়লাব হয়ে গেছে রাজশাহীর বাজার। রাজশাহীর ৯৯ ভাগ কীটনাশকের দোকানেই এই নিষিদ্ধ কীটনাশক ও বালাইনাশক পাওয়া যাচ্ছে। সরকার নিষিদ্ধ করে রাখলেও নানা নামে এসব কীটনাশক বাজারজাত করছে।
এসব ব্যবহারের ফলে পরিবেশ, প্রকৃতি ও জনস্বাস্থ্য চরম হুমকিতে পড়ছে। এই নিষিদ্ধ এবং বিপজ্জনক কীটনাশকের ব্যাপারে শতকরা ৯৩ দশমিক ৩৭ শতাংশ ব্যবহারকারীই অবগত না। এমনকি...