দেড় যুগ পর স্বস্তিতে কাটলো রমজান
                          মার্চ ৩১, ২০২৫,  ১২:৩৫ এএম
                          প্রায় দেড় যুগ পর স্বস্তিতে কাটলো পবিত্র মাহে রমজান মাস। এবারের রমজানজুড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের বিভ্রাট এবং সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তি ছিলো না। এক কথায়, এবারের রোজা এবং ঈদযাত্রা ছিলো পুরানো দিনের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন।রোজার মাসে বাজার ছিলো স্থিতিশীল। সাধারণত, রমজান মাসে বাজারের অস্থিরতা এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি...