দারিদ্রতা জয় করে জিপিএ-৫, কলেজে ভর্তি নিয়ে শঙ্কায় ঐশি
জুলাই ২৯, ২০২৫, ০৬:৪১ এএম
চরম দারিদ্রতার মাঝেও হাল ছাড়েনি আফিয়া ইবনাদ ঐশি। প্রতিদিন ৪ কিলোমিটার পথ বাইসাইকেল চালিয়ে স্কুলে যেত সে। সংগ্রাম আর অধ্যবসায়ের গল্প লিখে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে এই অদম্য মেধাবী। কিন্তু সাফল্যের এই মুহূর্তেও ঐশির চোখে ভেসে বেড়ায় অনিশ্চয়তার ছায়া। কারণ কলেজে ভর্তি হওয়া, বই কেনা, পড়াশোনা...