লুয়ান্ডায় মেসি মুগ্ধতা
নভেম্বর ১৬, ২০২৫, ০২:৫৩ পিএম
বয়স শুধু সংখ্যায় থেমে আছে, প্রভাবের জায়গায় নয়—এ কথাই আবার প্রমাণ করলেন লিওনেল মেসি। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে শুক্রবার রাতে যেন ফুটবল নয়, মেসিকেই দেখতে এসেছে ৫০ হাজারেরও বেশি দর্শক।
প্রতিপক্ষ অ্যাঙ্গোলার সমর্থকরাও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন, আলো জ্বালে ফোন তুলেছেন, কেউ আবার সম্মান জানাতে মাথা নুইয়ে...