আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি স্প্যানিশ দৈনিক স্পোর্ট-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে প্রথমবার খোলাখুলি কথা বলেছেন তার অতীত, বর্তমান এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।
মেসি নির্দ্বিধায় নিজের ও পরিবারের আসল ইচ্ছা প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই বার্সার ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। মেসি তার বার্সেলোনা ছাড়ার ঘটনা ‘কিছুটা অদ্ভুত’ বলে উল্লেখ করেন, তবে শহর এবং ক্লাবের প্রতি তার ভালোবাসা অটুট রয়ে গেছে।
ইন্টার মিয়ামিতে খেললেও মেসি জানান, আমি সবসময় চাইেছিলাম ইউরোপে আমার পুরো ক্যারিয়ার বার্সেলোনাতেই কাটুক। তিনি আরও প্রকাশ করেছেন, তার পরিবার বার্সেলোনাকে খুব মিস করছে।
আমরা বার্সেলোনা অনেক মিস করি, বাচ্চারা নিয়মিত কথা বলে, এবং আমার স্ত্রী সঙ্গে সঙ্গে নানা বিষয় নিয়ে বার্সেলোনার কথা বলে।
মেসি পরিবারের ভবিষ্যত নিয়ে তিনি বলেন, আমাদের বার্সেলোনায় ফিরে বসবাসের ইচ্ছা আছে। আমাদের সেখানে বাড়ি, সবকিছু আছে। তাই সেটাই আমাদের ইচ্ছে।

মেসি আরও বলেন, সুখ সবসময় খেতাবের সঙ্গে যুক্ত, তবে প্রথম সেক্সটাপল আমাদের জন্য অসাধারণ ছিল, পেপ গার্দিওলার অধীনে অর্জিত তা চিরস্মরণীয়।
এবং লুইস এনরিকে-র অধীনে শেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ও এক অসাধারণ মুহূর্ত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন