সিলেট টেস্টের প্রথম দিন নিজেদের করে নিতে চেয়েছিল আয়ারল্যান্ড, কিন্তু শেষ দুই সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক বাংলাদেশ। আইরিশরা প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। শূন্য রানে তাকে আউট করে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ।
এরপর অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতা ও পল স্টার্লিং-কারমাইকেলের দৃঢ়তায় ধাক্কা সামলে নেয় আইরিশরা। বিশেষ করে স্টার্লিংকে একাধিকবার জীবন দেন বাংলাদেশি ফিল্ডাররা।
এই সুযোগ কাজে লাগিয়ে রানের গতি বাড়ান এই দুই ব্যাটার। স্টার্লিং তুলে নেন ফিফটি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৪ রান।
দ্বিতীয় সেশনে ফিরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। দুইবার জীবন পাওয়া পল স্টার্লিংকে (৬০ রান) আউট করে ব্রেকথ্রু এনে দেন আরেক অভিষিক্ত পেসার নাহিদ রানা। এরপর হ্যারি টেক্টরও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
টেক্টরের বিদায়ের পর ক্রিজে আসা কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন কারমাইকেল। তবে দলীয় ১৫০ রানে ব্যক্তিগত ৫৯ রান করে আউট হন কারমাইকেল। এই ইনিংসে তিনি খেলেন ১২৯ বল।
কারমাইকেলের বিদায়ের পর লোরকান টাকারকে সঙ্গে নিয়ে ৫৩ রানের আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ক্যাম্ফার। তবে দলীয় ২০৩ রানে ক্যাম্ফারকে আউট করে জুটি ভাঙেন অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ। এটি ছিল তার প্রথম টেস্ট উইকেট। এরপর দ্রুত আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ।
তবে দিনের শেষ দিকে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন জর্ডান নেইল ও ব্যারি ম্যাকার্টি। তারা ৪৮ রানের জুটি গড়ে দিন শেষ করার আভাস দিচ্ছিলেন। কিন্তু দিনের শেষ বলে অভিজ্ঞ তাইজুল ইসলাম আঘাত হানেন।
৬০ বলে ৩০ রান করা নেইলকে আউট করে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাকার্টি ২১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া অভিষিক্ত হাসান মুরাদ ২ উইকেট এবং হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম প্রত্যেকে ১টি করে উইকেট নিয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন