মার্কিন মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্স প্লে-অফে ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মিয়ামির দাপুটে জয়ে শুধু মাঠই নয়, গ্যালারিও জমে উঠেছিল তারকায় ভরপুর এক সন্ধ্যায়।
আর সেই আলোচিত রাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার তিন সন্তান।
মিয়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ইন্টার মায়ামি ৪-০ গোলের ব্যবধানে জিতে নেয় সেমিফাইনালের টিকিট। ম্যাচ শুরুর আগে মাঠে লিওনেল মেসি, সার্জিও বুসকেটসদের সঙ্গে পাশাপাশি হাঁটেন ইভাঙ্কা ও তার সন্তানরা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুহূর্তগুলোর একগুচ্ছ ছবি শেয়ার করে ইভাঙ্কা লিখেছেন, এই সপ্তাহে ইন্টার মিয়ামির খেলায় ছিলাম—একটি অসাধারণ অভিজ্ঞতা! ডেভিড বেকহ্যাম, হোর্হে মাস এবং পুরো দলকে ধন্যবাদ। মাঠের আবহ ছিল বিদ্যুতায়িত!
ছবিগুলোতে দেখা যায়, ১৪ বছর বয়সী আরাবেলা রোজ হাঁটছে স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটসের পাশে, ১২ বছরের জোসেফ ফ্রেডরিকের পাশে ছিলেন গোলরক্ষক রকো রিয়োস নোভো, আর সবচেয়ে ছোট থিওডর জেমসের (৯) ভাগ্য যেন সবার চেয়ে অনন্য—সে মাঠে প্রবেশ করেছে কিংবদন্তি লিওনেল মেসির হাত ধরে।
মেসির সঙ্গে ট্রাম্প নাতিদের এই সাক্ষাৎ আসে এমন সময়ে, যখন আর্জেন্টাইন তারকা সম্প্রতি মিয়ামিতে অনুষ্ঠিত আমেরিকান বিজনেস ফোরামে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
মেসি সেখানে বলেন, ফুটবলের একটা মেয়াদ আছে। আমি এখন নতুন কিছু শেখা ও ব্যবসা জগতে যুক্ত হওয়ার চেষ্টা করছি। এই দিকটা আমাকে বেশ আকর্ষণ করে।
তিনি আরও বলেন, ইন্টার মিয়ামিতে আসার পর থেকে শুধু ক্লাব নয়, পুরো এমএলএস লিগেরই সংস্কৃতি বদলে গেছে। স্টেডিয়াম ভরছে দর্শকে, সমর্থকদের উচ্ছ্বাস বেড়েছে, আর ফুটবল এখন আমেরিকায় দ্রুত প্রসারিত হচ্ছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন