ছেলের নতুন ইনিংসে সাফল্যের জন্য শচীনের বিশেষ পূজা
আগস্ট ১৫, ২০২৫, ০৭:৪৮ পিএম
ক্রিকেট দুনিয়ার ‘গড অব ক্রিকেট’ খ্যাত শচীন টেন্ডুলকারের ঘরে বাজছে আনন্দের ঢাক। ছেলে অর্জুন টেন্ডুলকারের জীবনের নতুন ইনিংস শুরুর আগে আশীর্বাদের রান তুলতে নিজ বাসভবনেই করলেন বিশেষ পূজা। আর সেই পূজায় উপস্থিত ছিলেন টেন্ডুলকার পরিবারের সব সদস্য—স্ত্রী অঞ্জলি, কন্যা সারা, এমনকি হবু পুত্রবধূ সানিয়া চাঁদকও।
বুধবার একান্ত ব্যক্তিগত আয়োজনে বাগদান সারেন অর্জুন...