ছনের ডালায় বদলে যাচ্ছে শেরপুরের নারীদের জীবন
                          অক্টোবর ৮, ২০২৫,  ০৭:৫০ পিএম
                          বগুড়ার শেরপুর উপজেলার শত শত নারী আজ সাবলম্বী হয়েছেন ছন ও তালপাতা দিয়ে তৈরি বিভিন্ন নান্দনিক পণ্য উৎপাদনের মাধ্যমে। উপজেলার প্রায় ৩৫টি গ্রামের ৮ থেকে ১০ হাজার নারী এখন নিয়মিতভাবে ছন ও তালপাতা দিয়ে ঝুড়ি, বাটি, ডালা, কড়াই, ট্রেসহ নিত্যপ্রয়োজনীয় ও শৌখিন নানা ধরনের পণ্য তৈরি করছেন। পারিবারিক কাজের পাশাপাশি...