ভারতের সড়কগুলো বিশ্বের অন্যতম প্রাণঘাতী
এপ্রিল ২১, ২০২৫, ১১:৩২ এএম
প্রতিদিন সকালে ভারতের সংবাদপত্রগুলো ভরে থাকে সড়ক দুর্ঘটনার খবরে- পাহাড়ি খাদে বাস পড়ে যাওয়া, মদ্যপ চালকদের গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, থেমে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, বড় গাড়ির ধাক্কায় বাইক আরোহীদের প্রাণহানি।
এই প্রতিদিনের ট্র্যাজেডি এক নীরব সংকটের ইঙ্গিত দেয় ভাতরে। শুধু ২০২৩ সালেই ভারতের সড়কে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭২ হাজারেরও বেশি...